মন্ গাঁঙচিল আমার উড়াল পঙ্খি উড়ে উড়ে যায়
যেখানে তুমি আছো মাগো সেই ঠিকানায়
স্বপ্নে আর ভাবনা জুড়ে যদিও আছো সদা
বাস্তবে যে এই প্রবাসে একেবারেই মন্দা।
ক্লান্তদেহ আর নিঃসঙ্গতা নিয়ে পড়ে আছি
মাগো আমি এই প্রবাসে
দেখিনা কোথাও তোমার মুখ হাসে
পাইনা কোথাও তোমার আদর সোহাগ
শুনিনা তোমার মুখের মধুমাখা ডাক
চারদিকে শুধু হা হুতাশার হাক ডাক।
একেমন প্রবাস জীবন আমার
স্বস্তি সুখের নাই দেখা
তোমাদের ছেড়ে এসে মরুর দেশে
যা ছিল তাও হারিয়ে আরো বেশি হলাম একা।
আমি আজ বড় একা, জীবন হল দেখা!
কি করে বলি মাগো
তোমার দোয়ায় ভালোই আছি
ভালোই আছি এই প্রবাসে
কেমন আছো, আছে বাবা, ছোট ছোট ভাই বোন
তোমাদের সেই আপন নিবাসে?
জানি ভালো নেই ভালো থাকতে পারো না
ছেলে দুটি রেখে পরবাসে
কি করবে আর লক্ষী মা আমার
নিয়তি যে মানতেই হবে, হোক না বিপক্ষে সে।


রচনাকাল ও স্থান :-
২৮.১২.২০১৫ইং
রৌউদা, রিয়াদ, সৌদি আরব।