বৃষ্টির ঘুম নামে বাতায়নে আলতো ফোটায়
অলসতা আঁকড়ে ধরে আমায়
ঝিম ঝিম তন্দ্রা
আলুলায়িত হয় আমার মস্তিস্কে
অগোছালো তন্দ্রা নিক্ষেপ করে আমাকে
ধূষর অন্ধকার জগতে
সুখ আবর্তিত হয় ঘূর্ণায়মান ফ্যানের বাতাসে
কাঁথা গায়ে তন্দ্রালু নিশিথে কিংবা দুপুরে
আমি হারিয়ে যাই বিষম ঘোরে
টুপটাপ বৃষ্টি
ছাদ বেয়ে নেমে আসে অলসতায়
থৈ থৈ শব্দে বয়ে যায় বুড়িগঙ্গার ঢলে
আমার ঘুম কাটে
অলস ঘুম চিনে নিয়েছে আমায়
বড্ড ভালবাসে আমার চোখ
নিঝুম কুঞ্জে মিলিত হয় চোখের পাতায়
আমি নির্বাক দেখি
অচল মস্তিস্কে ঘুমের প্রেম
খেই হারিয়ে নিমজ্জিত হই স্বপ্ন রাজ্যে
কেউ আসেনা কেউ জিজ্ঞেস করে না
আমি তান্দ্রালু চোখে নির্বাক পড়ে রই
শরতের ধ্রুব মেঘ আচ্ছন্ন করেনা আমায়
রোদের আলো সরীসৃপ হয়ে ভাসে
জনালায় কিংবা কার্নিশে ঝুলন্ত ফোটায়
আমার ঘুম কাটেনা
অলস তন্দ্রালু চোখ দূরে রাখে আমায়
পৃথিবীর পাতায় পাতায় বৃষ্টি হয়
আমি ঘুমিয়ে থাকি
প্রচন্ড ঘুম জমে আছে চোখের পাতায়
বৃষ্টি নামে পৃথিবীর পাতায় পাতায়
ঘুম নামে চোখের পাতায় পাতায়।