তোমার মতো সহজ এমন কেউ, আসেনি যেন আগে -
তোমার মতো ভালোবাসতে, শেখায়-নি কেউ আগে ।
তুমি আমার না-পাওয়া সব সুখ-দুঃখ ভোলালে ;
নিভে যাওয়া প্রদীপের আগুন, নতুনভাবে জ্বালালে ।।


আমার এলোমেলো দিনে, তোমায় জড়িয়ে ফেললাম আবার ;
তোমার প্রেমের জোয়ারে হতে চাই আমি, কলঙ্ক-ভাগী সবার ।
তুমি আমার না-চাওয়া লিস্ট-এর --- এক মস্ত বড়ো চাওয়া ;
আমার সকল দ্বিধা-দ্বন্দ্বের গণ্ডি পেরিয়ে, নিজের করে পাওয়া ।।


তুমি আমার কালো মেঘে ঢাকা বিকেলে, রামধনুর ছোঁয়া ;
দূরে সরিয়েছি হাজারবার, তবুও, বৃষ্টি হয়ে ভিজিয়েছো কায়া ।
তোমার স্নিগ্ধ-শীতল সোহাগ, ছুঁয়ে গেছে অন্তর, বিনা অবয়বে ;
দূরে সরিয়েও তোমায়, আগলে রেখেছি যত্নে, আমার অনুভবে ।।


তুমি আমার খামখেয়ালি সব শখ মেটানো, আলাদিনের জীন ;
হাসি-খুশি-আনন্দ-ভালোবাসায় ঝলমলে হোক তোমার জন্মদিন ।
তোমার না-পাওয়া সব ইচ্ছে-ডানায় প্রাণ আসুক নতুনভাবে ,
ভালোবাসায় ভরিয়ে তুলবো প্রতিটা দিন, থাকবো তোমার স্বভাবে ।।