বৃষ্টি বৃষ্টি বৃষ্টি ---
বৃষ্টি কেন যে, এতো মিষ্টি ;
এই বৃষ্টিতে, মন শুধু তোমায় পেতে চাই;
এই বৃষ্টি যে, শুধু তোমার কথা ভাবায় ।
বৃষ্টির শব্দ শুধু যেন একটা নামই শোনায়,
মনের কোণে জমে থাকা সব দুঃখ ভোলায় ।।  
বৃষ্টির ফোঁটায় শুধু তোমার ছবি দেখি ,
মনে হয়, একি - আমি পাগল হলাম নাকি?
হাত বাড়িয়ে ছুঁতে চাই, পাগল আমার মন ;
পারিনা তো ছুঁতে, জানিনা, কি কারণ ?
বৃষ্টিই  পারে মেটাতে সব চাওয়া-পাওয়া
শান্ত করে সবকিছু, তার শীতল ছোঁয়া ।
মনের মাঝে ভিড় জমায় ফেলে আসা স্মৃতি ,
পুরোনো সেই দিনগুলোতে নতুন ভাবে মাতি ।
উথাল-পাতাল করে মন, বৃষ্টিভেজা বাতাস মেখে,
কাছে পাবার রঙিন স্বপ্ন সাজতে থাকে দুচোখে ।।