জীবন যুদ্ধে আমরা সবাই একা - কোনো না কোনোভাবে একা,
চেনা-অচেনা-রংবেরঙের সব মুখের ভিড়ে, হারাচ্ছি নিজেকে ।
ক্লান্ত হয়ে সবাই আবার, নিজেই খুঁজে চলেছি - একাকীত্ব,
তবুও দিনের শেষে, ঘুমের ঘোরে দেখি সবটাই যেন - ফাঁকা ।।


প্রতিদ্বন্দ্বিতায়, আমরা সবাই বাদুড়-ঝোলা ঝুলছি দিনরাত,
মিটিং-টাইমলাইন, স্ট্যাটাস-আপডেট সামলাতেই কুপোকাত ।
পুরোনো যত অল্প কথা, গল্প-গাঁথা, পঞ্চতন্ত্র, ঠাকুরমার ঝুলি;
লাইক-কমেন্ট-ফলোয়ার্সের ঝক্কিতে, আমরা সব যাচ্ছি ভুলি ।।  


সময় বয়ে চলেছে তার নিজের তালে, নিজের ছন্দে এগিয়ে,
আপডেট না করলে, যেতে হবে যে পুরোনোদের ভিড়ে হারিয়ে;
ছুটছি সবাই নিজের লক্ষ্যে, লক্ষ্যপূরণের পথ যে সবার আলাদা,
হাসি-খুশি, আনন্দ-মজায় - দূরে থাকে যেন দ্বন্দ্ব-বিবাদ সর্বদা ।।