ঘন্টচক্র কাব্য
২৫/১২/২০২১
মনোরঞ্জন আচার্য্য


আজ বলবে সান্তা দাদু
"""""""""""""""""""""""""''''''''''''''''''''''''''''''''''''''
বড় দিনে বড় কথা কিছু নাইবা হলো আজ,
তোলা থাক আজকে এসব বলা সান্তা দাদুর কাজ।


আজকে আমি বলছি শুধু সেই কথাটি
যে কথাটি আমি ভেবেছি মোটামুটি
জীবন ভোর খুঁজে  চিনলাম না মন
মুখোশ ধারিকে যায় না চেনা সর্বক্ষণ
বিশ্বাস করে যাকে দিলাম তাপ উত্তাপ
বিপদে পড়ে তাকেই ডাকতে হচ্ছে বাপ
দয়ার সাগর কাজ ফুরোতেই বাড়িয়েছেন চাপ।


আজ আর বড় কথা কিছুই বলবো নাকো মুখে,
ঘুরে ফিরে ওসব সান্তা দাদু বলবেন সবই দেখে।