অক্ষর সোপান কাব্য গুচ্ছ


০৬/০৪/২০২৩


মনোরঞ্জন আচার্য্য


  শিরোনাম- তেল
  ------------------
       মাথায় তেল,
      মাখালে হবে না
   পায়েতে মারো তেল
   না হলে হবে বজ্জাত
তোমার হবে চৈত্র সেল,
   না ঘাটের না ঘরের
     মাঝরাস্তায় পড়ে
      গড়াগড়ি খাবে
        তুমি অঢেল।
    ------------------
শিরোনাম-মনের ক্ষত
------------------------
     চেয়েছি কত,
    হিসাব রাখিনি
  পেয়েছি কতটুকু
তার হিসাব কোথায়
না পাওয়ার কষ্ট যত,
  সুখকে করছে নষ্ট
    বুঝে না তবু মন
    বাড়িয়ে চলেছে
      মনের ক্ষত।
   -----------------

শিরোনাম-লোভ লালসা
-----------------------
    আকাঙ্ক্ষা উচ্চ,
   বিবেক কে করে
   বিবেচনা হীনতা
   মনুষত্ব করে নষ্ট
হতে চায় ময়ূর পুচ্ছ,
লোভ লালসায় মেতে
   ভুলে যায় সজন
    তুলে আনে শুধু
     পাপের গুচ্ছ।
   -------------------
শিরোনাম- নবীন বসন্তে
------------------------
       বসন্ত মন,
  কোকিলের মতো
   সদা উড়তে চায়
প্রথম যৌবন কালে
সমাজ মানেনা তখন,
  ভাবে বুদ্ধিমান খুব
   চল্লিশে এসে বুঝে
    কত বোকা ছিল
      সেই যৌবন।
  -------------------
শিরোনাম-স্মৃতির অতলে
-----------------------
    ফিরতি স্মৃতি
   হাসায় কাঁদায়
  কত যে চেনা মুখ
ধরা দিতে চায় কাছে
  সময়টা হয় দুর্মতি,
ইচ্ছে থেকেও উপায়
থাকেনা কিছু আর
    বারবার খুঁজে
     সে ইতিউতি।
  -------------------
শিরোনাম- মন পায়রা
-----------------------
    স্বপ্ন দোলায়
   মন খেলে যায়
চকিতে সে কোথায়
নাজানি কোথায় যায়
চকিতে এসেই ভুলায়,
ওকে চেনা বড় দায়
   ভুলে ওর মায়ায়
    পড়েছি বিপদে
      শুধু নাচায়।
    ---------------