শিরোনাম -- আঙ্গুলটা ছুঁয়ে


০২/০৩/২০২৩


মনোরঞ্জন আচার্য্য
----------------


সূর্য ডুবার আগে কেউই এসে
চায়নি ধরতে হাত,
চলমান আঁধারে ডুবেছে সন্ধ্যা
যৌবনা হয়েছে রাত।


অজান্তেই কখন এসেছিল কাছে
কথা দিয়ে কথা রাখেনি সে,
বসন্ত এসেছিল পলাশের রঙ মেখে
হাঁটেনি পথ আঙুলটা ছুঁয়ে।


সময় চায়নি অপেক্ষায় থাকতে
হেঁটে গেছে খেয়ালের বসে,
নড়বড়ে হয়েছে চলমান সাঁকো
দেখেনি চেয়ে আশেপাশে।


থেমে গেছে ঝড় ভেঙে দিয়ে ঘর
স্মৃতির পাতা হয়েছে ছিন্নভিন্ন,
প্রেমের নদীতে জমেছে আবর্জনা
রেখে গেছে কিছু প্রশ্নচিহ্ন।


রোদ ঝলমলে মেঘমুক্ত আকাশ
মাটি ছুঁয়ে করে যায় প্রদক্ষিণ,
পাতাঝরা জীর্ণ শরীরের শব্দেরা
শোনায় সময় এবার সঙ্গীন।