২১/১০/২০২২


শিরোনামহীন কাব্য রচনার নিয়মাবলী)
-----------------------------------
কবি- মনোরঞ্জন আচার্য্য
(উদ্ভাবক ও প্রবর্তক)
-----------------------


(ক) কাব্যশৈলি-টির বিশেষত্বই হ'লো বিষয় ভিত্তিক কবিতা হবে এই কাব্য ঘরানায়।


(খ) যে কবিতাটি যে বিষয়ের ওপর রচিত হবে সেই বিষয়টিই সেই কবিতাকে চিহ্নিত করবে।


(গ) যে বিষয়ের ওপর নির্ভর করে কবিতাটি নির্মিত হবে সেই বিষয়ের বানানের প্রতিটি প্রথম অক্ষরের সাহায্যে এক একটি লাইন বা চরণ উদ্ভাবিত হবে,কোনোমতেই লাইন ভাঙা চলবে না।


(ঘ) কবিতাগুলি বিষয়ের প্রয়োজনীয়তা অনুযায়ী চার (০৪) থেকে বারো (১২) লাইনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।


(ঙ) লাইনের ছন্দ মিল করতে হবে এমন কিন্তু নয়, পদ্য ও গদ্য দু'টি ধরনেই কবিতাগুলি রচনা করা যাবে,কেবলমাত্র প্রতিটি লাইনের সাথে প্রতিটি লাইনের অর্থ মিল বা অর্থ বিন্যাস ঘটাতে হবে।


(চ) প্রতিটি চরণের প্রথম অক্ষরটি কে যতি চিহ্ন দ্বারা আলাদা করতে হবে যাতে পাঠকের বুঝতে সুবিধা হয়।


বিষয় - বাবার স্নেহ
""""""""""""""''"'"
বা :- বাবার স্নেহ বটগাছের মতো শীতল
বা :- বাহিরে থেকে যায় না বোঝা,কাছে না এলে।
র :- রক্ষণশীল মনে ডালপালা ছড়িয়ে তিনি
স্নে :- স্নেহের ছায়ায় আগলে রাখেন সন্তানদের।
হ :- হতে হবে তাঁর ছায়াসঙ্গী তবেই হবে মূল্যায়ন
ব :- বটগাছের মহিমা বোঝা যায়,বসলে ছায়ায়।
ট :- টক ঝাল মিষ্টি পিতার মুখের বচন, তবুও
গা :- গায়ে পড়ে এসে বিলিয়ে দেন ভালোবাসা।
ছে :- ছেড়ে গেলে আর আসেন না তিনি ফিরে
র :- রত্ন হারিয়ে পাওয়ার জন্য তাঁকে যত‌ই খোঁজে।
ম :- মমতা তাঁর যেন বৃষ্টির দিনের ছাতার মতো
তো :- তোতাপাখি মতো সংসারে থাকেন নির্বিকার।