ঘন্টচক্র কাব্য
৩১/১২/২০২১
মনোরঞ্জন আচার্য্য


বনফুলের স্বপ্ন
""""''''''''''''''''''
শীতল রোদ্দুর মেখে তোমায় সাজাবো বলে এসেছি সখি,
কুয়াশার আঁচলে দিনান্তে কুহকের ডাকে নয়নে নয়ন রাখি।


নিশি হলো ভোর খোলো দোর বলে
বাউল গাইছে গান একতারায় পথ ভুলে
শিশির ভেজা কুয়াশায় বেলা বয়ে যায়
পাপড়ি মেলে বনফুল একান্তে দোল খায়
সময়ের সাঁকো ধরে সময় চলেছে বয়ে
যেতে যেতে বলে এসো তুমি হয়ে
স্মৃতির সরণি পথে থাকি সখি চেয়ে।


কতটুকু গেছে, কতটুকু আছে, চাপা থাক ওই খাতা।
নয়নে নতুন স্বপ্ন এঁকে, শোনাও তোমার প্রেমের বারতা।