চারটি অক্ষর সোপান কাব্য


   ২৫/০২/২০২৩


মনোরঞ্জন আচার্য্য
(উদ্ভাবক ও প্রবর্তক)


      সময়ের দলিল
      -------------
        আয়েশ করে
       পায়েস খেতেই
    পারো অন্যের ঘরে,
     যখন বুঝবে তারা
ছাড়া পাবে কেমন করে?
কালি লাগলে সাফল্যে
   মোছা যাবে না দাগ,
       ইতিহাস হবে
       এই সংসারে।
       ------------


    উচ্চাশার মগডাল
    ----------------
        সিঁড়ির চূড়া
     কে ধরবে আগে
    তাই নিয়ে চলছে
রেষারেষি,তোষামোদে
কেউবা শব্দ হানে চড়া,
  কেউ করে হাসাহাসি
    কেউবা থাকে চুপ,
       ভুল হলেই পা
       পিছলে পড়া।
       ------------


          আশীর্বাদ
          ---------
          ঈশ্বর যদি
      কাউকে ধরেন
    আগলেই রাখেন
   থাকে না তখন ভয়,
  শান্তি থাকে মৃত্যু অবধি,
   প্রয়োজনে ঈশ্বরকে
    চালাকি তে ধরতে
      চাইলে বিপত্তি,
     তিনি যে আদি।
        -------------


      সেদিনের কথা
      --------------------
        সেদিন ছিল
      শীতল ফাগুনে
     পলাশের মিতালী,
    কৃষ্ণচূড়া রোদ্দুরের
লুকোচুরি খেলার আলো,
    ফুটবল পায়ে ‌নিয়ে
    লুকিয়ে তাকে দেখা
      মিষ্টি সে প্রেমের
        মাধুরী গুলো।
          --------------