শিরোনাম -- এবার মরলে


০৩/০৫/২০২২


মনোরঞ্জন আচার্য্য
"""""""""""""""""""""""""""""""""""""""""'''''"
এবার মরলে গাছ হবো,গোটা একটা বাঁশ হবো,
কাঠিবাজি করবে যারা,তাদের আমি ত্রাশ হবো।


এবার মরলে জুঁই হবো,খোঁপায় ঝুলে দোল দেবো,
মিষ্টি সুবাস ছড়িয়ে দিয়ে,কোলে বসে আদর খাবো।


এবার মরলে চোখ হবো,বৃষ্টি হয়ে ঝরেই যাবো,
তার মুখেতে ফুটিয়ে হাসি, হৃদ পুকুরে সাঁতার দেবো।


এবার মরলে গোলাপ হবো,হাতে হাতে প্রেম বিলাবো,
প্রেমে যারা বাধা দেবে,তাদের পথের কাঁটা হবো।


এবার মরলে নদী হবো, কুল ছাপিয়ে বয়ে যাবো,
তৃষ্ণার্তের তৃষ্ণা মিটিয়ে,তাদের আমি গান শোনাবো।


এবার মরলে জোনাকি হবো,আঁধার রাতের আলো হবো,
দিকভ্রান্তদের আলো হয়ে, সঠিক পথটি দেখিয়ে দেবো।


এবার মরলে ধর্ম বট হবো , প্রখর তাপে ছায়া দেবো,
দিনের শেষে সন্ধ্যা এলে, মিষ্টি প্রেমের সাক্ষী হবো।


আবার যদি মানুষ হ‌ই,‌ কৃষ্ণ কানাই রূপে জন্ম নেবো
রাধার প্রেমে পাগল হয়ে,আয়ানের চোখকে ফাঁকি দেবো।


এবার মরলে প্রেমিক হবো,পলাশ পাপড়ি বিছিয়ে দেবো,
সে যদি না কাছে আসে, অনন্তকাল অপেক্ষায় রবো।