মুখরা রীতি কাব্য শৈলী
বিষয় - একটি সংসার একটি দেশ
৩০/১০/২০২২
মনোরঞ্জন আচার্য্য
""""""""""'""''''''''
এ :- একটি সংসার পাল্টাতে পারে একটি দেশকে
ক :- কথায় নয় নীতি পরায়ন হতে হবে পরিবারকে
টি :- টিকিয়ে রাখা অসৎ স্বভাবটা বদলাতে হবে
সং:- সংসারকে দেখতে হবে একটি মন্দির রূপে
সা :- সাথী করতে হবে সততা মানবতা মনুষ্যত্বকে
র :- রত্নগর্ভা হবেন জননী সত্যবাদী পিতার ঊরসে
এ :- একটি একটি পরিবার মিলে শুদ্ধ হবে দেশ
ক :- কলির মিথ্যার প্রাচীর ভেঙে জেগে উঠবে সত্য
টি :- টিপটিপ করা ভয়ে কাঁপা বুকটা সাহসী হবে
দে :- দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে জেগে উঠবে
শ :- শান্তি কামনায় হানাহানি মুক্ত হবে একটি দেশ।