শিরোনামহীন রীতি কাব্য
বিষয় - গোপন মনের কথা
২০/১০/২০২২
মনোরঞ্জন আচার্য্য (উদ্ভাবক ও প্রবর্তক)
"""""""""'''''''''''''''''"""""""""""""""""""""""""""""""""""""""
হা :- হারিয়ে যাওয়া দিনলিপি চোখের তারায় ভাসে
রি :- রিনা বিনা মিনা নিত্য তারা কর্মের মাঝে আসে
য়ে :- এমনি করেই থাকে তারা নিত্য খেলার সাথী,
যা :- যাওয়া-আসায় জ্বালিয়ে রাখে প্রদীপের বাতি
ও :- ওরা হারিয়ে গিয়েও জীবনে জ্বলন্ত মোমবাতি
য়া :- আঁধারে ওরা জোনাকি হয়ে আলো জ্বালায়
স  :- সকাল হলেই হৃদয়ের মন্দিরে লুকাতে পালায়,
ম  :- মন মন্দিরে বসত করে ওরা যে বন্ধু সুজন
য়ে :- এলোমেলো জীবনে থেকে ওরাই করে পুজন
র  :- রাত্রি নিশীথে শিশির হয়ে ওরা মনকে ভেজায়
সা :- সারেগামা গানের সুরে রক্ত শিরায় কাঁপায়
থে :- থেকে যায় স্মৃতির ঘরে জীবনের উপমায়।