ঘন্টচক্র কাব্য
২৯/১২/২০২১
মনোরঞ্জন আচার্য্য


হৃদয় পোড়া গন্ধ
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
হাসি মাখা ঠোঁটে, কাজলা চোখে, সামনে তুমি এলে,
ভেবেছিলাম হয়তো বলবে কিছু,না বলেই চলে গেলে।


চোখের ভাষা পড়বে বলে আমার মন
নিবিড় ভাবে কাছে পেতে এলো যখন
ঠোঁটের ভাষা বুঝালো অন্য কারোর হবে
মনটা তোমায় শুধালো এলে কেন তবে
নিরবতা বললো হেসে ওরে প্রেমিক মন
ব্যস্ত তিনি হাতে নেই সময় এখন
উনি এসেছেন দিতে তোমায় ছুটির নিমন্ত্রণ।


মনের ঘরে মন হারিয়ে, তোমার অন্য কোথাও বাস,
মন খারাপের বারবেলাতে, হৃদয় পোড়া গন্ধে আমার সর্বনাশ।