ঘন্টচক্র কবিতা
২৩/১২/২০২১
মনোরঞ্জন আচার্য্য


শিরোনাম--- কবিতা হাসে কলমে
""""""""""""""""""""""""""""""""""""""""
পদ্ম পাতা রূপ ধরেছে দেখো পৌর্ণ-মাসীর চাঁদ,
নীল নীলিমায় চাঁদের আলোয় আজ ভুবন ভরা রাত।


কৃষ্ণ কানাই বাঁশি বাজায় কদমের ডালে
কলস কাঁখে জলকেলিতে দেখো রাধা চলে
শাখে শাখে শিশির মেখে রজনী ফোটে
মাঝি সেজে কালাসোনা বসে আছে ঘাটে
নদী এসে সাগরে জোয়ার ভাটায় মিশে
চাঁদ খেলে তার বুকে ভালোবাসার আশে
শীতের শিশির নাচে মুক্ত ঝরা রাতে।


বেড়া ভাঙা নেড়া মাঠে ঘাসের সাথে থাকে ভালোবাসায়,
চাঁদকে দেখে কলম আমার শব্দ খোঁজে ভালোবেসে কবিতায়।