শিরোনাম -- জীবন এক যুদ্ধের ময়দান
১০/০৭/২০২২
মনোরঞ্জন আচার্য্য


জীবন একটি যুদ্ধের ময়দান
রথ আমি সারথী ও আমি,
সেনাপতি ও আমি সৈন্য আমি
লড়াইয়ের সঙ্গী আমার অন্তর্যামী


স্বার্থের এই দুনিয়ায় কেউ কেউ
সঙ্গী হয় লড়াইয়ের ময়দানে,
স্বার্থ ফুরালে কেটে পড়ে তারা
জারি থেকে যায় লড়াই জীবনে।


হারতে হারতে জিতে যাই যখন
নতুন ভাবে লড়াইয়ের শক্তি জাগে,
পূর্ণতা অপূর্ণতার মাঝে জীবনের
বেঁচে থাকার আনন্দ জাগে অনুরাগে।


কেউ বলেন ঠিক, কেউ বলেন মন্দ
রোদ বৃষ্টির খেলায় এগিয়ে চলে জীবন,
কখনো সময় উল্টো পথ ধরে হাটে
কখনো বয়ে আনে বসন্তের শুভক্ষণ।


বুঝে নিতে হবে শুধু সময়ের কথা
সময় জীবনের সবচেয়ে বড় গুরু,
কলিতে সত্য এক পায়ে দাঁড়িয়ে আছে
লড়াইটা একাকেই করতে হবে শুরু।