শিরোনামহীন রীতি কাব্য

বিষয় - মিলনের বৈরাগ্যে


২৩/১০/২০২২


মনোরঞ্জন আচার্য্য (উদ্ভাবক)
"""""""""""""""'
স :- সময়ের সাথে হেঁটে চলেছি আমি
ম :- মধুর প্রেমালাপে কবিতার হাত ধরে
য়ে:-একা একা বিচরণ করি পৃথিবীর বুকে
র :- রবির কিরণ মেখে জীবনের লড়াইয়ে
সা:- সাথী হয়ে জড়িয়ে থাকে কবিতার প্রেম
থে:- থেকে থেকে সে শব্দের সাথে করে আড়ি
আ:-আমার একাকিত্বের বিরহের পাঠশালায়
মি :- মিলনের বৈরাগ্যে কবিতা দেয় হাততালি
ও :- ওর প্রেমের মহিমা বুঝতে পারি না আমি
ক :- কথা দিয়ে কথা রাখার দায়ে আমার
বি :- বিবাগী বাউল মনটা হারিয়ে যায় নিরুদ্দেশে
তা :- তাই দিশাহীন পথে আমি এক পাগল কবি।