ঘন্টচক্র কাব্য
১১/০২/২০২২
মনোরঞ্জন আচার্য্য


শিরোনাম --নিঃসঙ্গ সময়
""""""""""""""""""""""""""""""""""""""""'''''''''''''''''''""""""""""""""""""""
তুমি কি জানো? কাকে বলে নিঃসঙ্গতা অবেলার অবসরে?
এমনটা কি কখনো হয়েছে? হৃদয় কেঁদেছে অঝোর ঝরে।


তুমি কি অবেলায় কখনো নির্জনে বসে
ভেবেছো আমার কথা, স্মৃতির নদীতে ভেসে
তুমি কি শুনেছো নদীর স্রোতের হাহাকার
দেখেছো কি চাঁদনী রাতে নামতে আঁধার
আমার প্রেমের মানচিত্রে রঙের বদল হয়ে
ঠিকানা হারিয়ে অন্য ঠিকানায় যায় বয়ে
যেন এপার ওপার কাঁটাতারে যায় ক্ষয়ে।


বেহায়া বাঁশিটা জানিনা আজ‌ও কেন তোমার সুরেই বাজে,
হৃদয় বাগানে কেন অকারণে, অপেক্ষায় আছে মালি সেজে?