অক্ষর সোপান কাব্যে বর্ষবরণ


১৫/০৪/২০২৩


মনোরঞ্জন আচার্য্য
-----------------
  এসো হে বৈশাখ
   --------------
     কাল তোমার
     সংসার ছিল‌ই
   সুন্দর ফুলে ফলে
ভরা,আজকে তোমার
হয়েছে একলা সংসার,
পহেলা বৈশাখ এসো
   মঙ্গল দীপ জ্বেলে
      মুছে দিয়ে সব
       দুঃখ আঁধার।
       -----------


  নবরূপে এসো তুমি
  ------------------
     এসো বৈশাখ
     স্মরণে মননে
   স্বপ্ন পূরণে এসো
  যে স্বপ্ন হয়নি পূর্ণ
মনের অভিমান রাগ,
দূর করো বুকে ধরো
  শান্তির নীড় গড়ে
    আপনার করো
     বাজুক ঢাক।
     -----------


     ঋতুরাজ স্বামী
     -------------
      এসেছো তুমি
      বসন্ত বিদায়ে
   সবুজে মাতোয়ারা
   ধরা,পলাশের রঙে
তোমাকে চাইছে এ ভূমি,
  কোকিলের কুহু তানে
    শান্তির বানী নিয়ে
     এসেছো আবার
        ঋতুর স্বামী।
        -----------


দেখো সে ফিরে যায়
--------------------
       সুস্বাগতম
    চৌদ্দশ তিরিশ
   নব যৌবনে এসো
   বঙ্গভূমির মাটিতে
ঘন্টা ধ্বনিতে নমঃ নমঃ,
  আম্র পল্লবে পেতেছি
    ঘট,জ্বেলেছি ধুপ
    ফিরে যায় দেখো
       সে প্রিয়তম।
      ------------


    চৈত্র ফিরে যায়
    --------------
     ঐ দেখো যায়
      চৈত্র মুখ ভার
    করে,নব বৈশাখ
   আনন্দ মুখর হাসে
খুশির জোয়ারে ভাসায়,
ফিরে যে গেল কিইবা
   বলে গেল পোপনে,
      নব বৈশাখ কি
        শুনতে পায়।
        -----------