অক্ষর সোপান কাব্য গুচ্ছ


২৮/০২/২০২৩


মনোরঞ্জন আচার্য্য
(উদ্ভাবক ও প্রবর্তক)


      মুকুলের কথা
     -------------


      দোদুল দোলে
      আমের মুকুল,
     বসন্ত ফাগুনের
   হাওয়ায় মাথা নাড়ে,
গুটি আমেরা কথা বলে,
  আস্তে আস্তে হবে বড়
    পেকে হবে সুমিষ্ট
      ভোজন রসিক
       নেবেন তুলে।
        ----------


     ঘামে ভেজা গন্ধ
     ---------------
       বৈশাখে পাকে
     আম,পাকে জাম,
   কাঁঠাল পাকে গাছে,
  পাখিরা খুশিতে নাচে,
মিষ্টতা ঘ্রাণ লাগে নাকে,
  ঘামে ভেজা মনটাকে
     যায়না ধরে রাখা
       চেটেপুটে খাই
       লোভের ডাকে।
       -------------


      ভরদুপুরে
     ----------
     ঝিনুক ছেলা
    আমে নুন মেখে
     ভরদুপুরে ঘুরে,
  লুকিয়ে খাওয়া দিন
শেষ হয়েছে এই বেলা,
  স্মৃতিপটে সেই দিন
      চলমান দুপুরে
     আজ‌ও খুঁজছে
       খুশির মেলা।
       -----------


          মনহংস
        ----------
        বেড়েই চলে
        বয়সের ভার,
       মনের বয়সটা
   বাড়তে চায় না তবু,
সে তার মতো কথা বলে,
    মানতে চায়না বাধা
     থাকে চির সবুজ
       আপন মনের
       কথাটি বলে।
       -----------