পাঁচটি অক্ষর সোপান কাব্য


২৭/০২/২০২৩


মনোরঞ্জন আচার্য্য
(উদ্ভাবক ও প্রবর্তক)


     সেদিনের কথা
      ------------------
        সেদিন ছিল
      শীতল ফাগুনে
     পলাশের মিতালী,
    কৃষ্ণচূড়া রোদ্দুরের
লুকোচুরি খেলার আলো,
    ফুটবল পায়ে ‌নিয়ে
    লুকিয়ে তাকে দেখা
      মিষ্টি সে প্রেমের
        মাধুরী গুলো।
          --------------


       আনন্দ প্রাণে
       -----------------
        সামান্য জ্ঞানে
       যেটুকু'ই ছিল
     তাই রেখে গেলাম,
    এই সাহিত্যের মহা
সাগরে খুশিতে সজ্ঞানে
অক্ষরে সাজিয়ে দিতে
    মেতেছি নব ছন্দে,
       সানন্দে নিয়েছি
        আনন্দ প্রাণে।
           ------------


         পরিবর্তন
         -------------
       এসেছি ভবে
      দুদিনের জন্যে
      মানবের মিলন
  মেলায়, ফিরে যেতেই
হবে, বিচ্ছেদ কেন তবে?
  যেটুকু আছে আমার
    কাল হবে অন্যের,
      চোখ বন্ধ হলে
      কেড়েই নেবে।
         ------------


        দাঁড়িপাল্লা
        -------------
       তাঁর মহিমা
    কে‌ বুঝতে পারে
    তিনি দয়াল হরি,
  দিয়ে ধন,দেখে মন,
হিসাবের খাতায় জমা,
ন্যায় দণ্ডে মাপামাপি
   পাপ পুণ্যের ঝাঁপি
    মিছে মায়া মোহে
      পাই না ক্ষমা।
         -----------


        সৃষ্টিকর্তা
        ------------
     তিনটি নেত্রে
    সম্পর্ক রাখেন
   স্বার্থ হীন মিলনে
  সূর্যের মতো নির্মল
সদাই যেন পিতা পুত্রে,
জ্ঞান বুদ্ধি আর শক্তি
    দিলেন সমভাবে
    কর্মে হাসি কাঁদি
      মানুষ মাত্রে।
         -----------


যেই রাম সেই রহীম
--------------------------
     যেজন রাম
    সেজন রহীম
  একটি অগ্নিপিণ্ড
  দয়াল পরমেশ্বর
এ চরাচর তাঁর ধাম,
দ্বিখণ্ডিত করেছেন
মানুষ নিজ স্বার্থে,
  ভিন্ন ভিন্ন ভাবে
   দিয়েছে নাম।
      ------------