প্রেম পর্যায়ের পাঁচটি অক্ষর সোপান কাব্য
০৪/০৪/২০২৩


মনোরঞ্জন আচার্য্য
(উদ্ভাবক ও প্রবর্তক)


     পাইনা নাগাল
      -----------
      স্বপনে এসে
      নয়নের মাঝে
     নীরবেই হারাও
কেন এতো ভালোবাসো
ইচ্ছা পূর্ণ হয়না শেষে,
হারায়ে খুঁজি তোমায়
   পাইনা তো নাগাল
    কোথা চলে যাও
     আঁধারে মিশে।
       -----------


  মন বুঝেনা মনের কথা
   -------------------
       আমি ঘুরছি
     পৃথিবীর সাথে
    পৃথিবী ও ঘুরছে  
  তার আপনার ছন্দে
নিত্য বেঁচে নিত্য মরছি,
  মন কখন যে কাকে
    খুঁজছে বুঝছিনা
    থাকছি তো দ্বন্দ্বে
        ধরা পড়ছি।
       ------------


        নীলকণ্ঠ হয়ে
        -----------
         কত যে কথা
       রয়ে গেল বাকি
      হলোনা আর বলা
     সময়ের সাঁকো ধরে
ফিরে গেছো দিয়েছো ব্যথা,
    ব্যথার ফুলে দিয়েছো
     পুজো নীলকণ্ঠের
      মতো আছি বেঁচে
        আঁধারে মিতা।
       -------------


     মিলন সন্ধ্যায়
     ------------
       এমন করে
      এক দুই তিন
    আমাদের মিলনে
   সেইসব দিন গুলো
রঙিন হলো প্রেমডোরে,
সূর্যডোবা সন্ধ্যা বেলা
  চোখে চোখটি রেখে
     হারিয়ে যাওয়া
        মধুর ঘরে।
       -----------


       মন মৌমাছি
       ----------
      আমি ও আছি
      তুমিও রয়েছো
    ভবের এ সংসারে
  নিজের নিজের মতো
দূরে থেকেও কাছাকাছি,
  নিজ নিজ দুঃখ সুখে
    না দেখেও দেখছি
       অন্তর দৃষ্টিতে
        মন মৌমাছি।
       ------------