ঘন্টচক্র কাব্য
বিষয় -- অমর একুশ
শিরোনাম -- শ্রদ্ধা'র স্মরণে
২১/০২/২০২২
মনোরঞ্জন আচার্য্য
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
একুশ আমার বাংলা ভাষা, একুশ আমার শব্দের প্রাণ,
একুশ আমার রক্তে রাঙা, শত শহীদের বঙ্গবন্ধু'র জয়গান ।


শহীদের রক্তে লেখা মধুর বাংলা ভাষা
বুলেটের শব্দে মায়ের হাজার স্বপ্ন আশা
একুশ হলো বাঙালির স্মৃতির পাতার ক্ষত
ইতিহাসে থাকবে লেখা চন্দ্র সূর্য্যের মত
জব্বার বরকত রফিকের অতৃপ্ত আত্মার কান্না,
মায়ের বুকের কান্নায় শোকের নদীর বন্যা
বাংলা ভাষা আমার সবুজ সুন্দরী অনন্যা।


একদিন নয় প্রতিদিন, অন্তরে মোরা করবো তাঁদের স্মরণ,
এসো বন্ধু স্বজন, শ্রদ্ধায় ধুইয়ে দিই তাদের চরণ।


                ----------&&&-----------


শিরোনাম -- বাংলা আমার মাতৃভূমি
"""""""""""""""""""""""""""""""""""""""''"'''"''''''''''"
যাদের জন্য মধুর ভাষায়, বাংলায় পারছি বলতে কথা,
তাদের ছিলনা ভেদাভেদ, দিয়েছেন রক্ত উঁচু করে মাথা।


তাদের স্বপ্ন পূরণে, হতে হবে আগুয়ান
বাংলা আমার মাতৃভূমি, বাংলা ভাষা প্রাণ
বাংলা আমার রাজ্য, বাংলা আমার দেশ
বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় হবো শেষ
বাংলায় বলি কথা, বাংলায় গাই গান
শেষ রক্তবিন্দু দিয়ে, বাঁচাবো ভাষার সন্মান
কোনভাবেই ঘুরিয়ে ধরবো না নিজেদের কান।


একুশ আমার, একুশ তোমার, একুশ আমাদের ভাইয়ের রক্ত,
মাতৃভাষা কে রক্ষা করতে, এসো চোয়াল করি শক্ত।


                   (স্বত্ব সংরক্ষিত)