তিনটি অক্ষর সোপান কাব্য


২৩/০২/২০২৩


মনোরঞ্জন আচার্য্য
(উদ্ভাবক ও প্রবর্তক)
------------------------
সত্যের পুজারি
  ------------------
   কলির রাজ্যে
    নষ্ট মানুষের
মিথ্যা কথায় বেশ
চলছে সমাজ সেবা,
অর্থ ক্ষমতার প্রাচুর্যে,
মিথ্যার বাহাদুরি তে
   চলছে সমাজের
   সেবা,সত্য আর
   কজন পুজ্যে।
    ----------------


    আয়নার কথন
    --------------------
       আয়না বলে
     শোনো হে মানুষ,
     অপরাধ বোধকে
   পাপ বলে, তখনই
বিবেক একা পথ চলে,
   জানান দিয়েই যায়
     যেই জন বুঝতে
      পারেন, সততা
        নিয়েই চলে।
         ---------------


      যোগ্য অযোগ্য
      -------------------
        প্রতিবাদীরা
     এগোচ্ছে এবার
     দ্রুততার সাথেই,
  রাজপথে ধুলো কণা
মেখে,স্বপ্ন হয়েছে হারা,
    তবুও কিছুই নেই
     শান্তির সমাধান,
        মানবতা হীন
       দেখছে তারা।
        -----------------