"ঘন্টচক্র রীতি কাব্য"


উপলব্ধি


২১/১১/২০২২
মনোরঞ্জন আচার্য্য
-------------------------


সৃষ্টি কর্তা বিভিন্ন ভাবে দিয়ে থাকেন কয়েকটি চিঠি,
মানুষ লোভ লালসায় মেতে না বুঝে দেখায় ভ্রুকুটি।


ভূমিষ্ঠে ওয়েলকাম চিঠি প্রথম আসে ঘরে,
যৌবনে শুভেচ্ছা জানিয়ে চিঠি আসে তারপরে।
শরীরের রোগ মন্দিরে সাবধানের বার্তা আসে,
ফেরার পথটি সুগমের চিঠি আসে শেষে।
চুল পেকে জানায় পেছন ফিরে দেখো,
দাঁত পড়ে বলে ঈশ্বরে মতি রাখো,
দৃষ্টি হারিয়ে চোখ বলে সময় নেইকো।


ষোলো বছরে অভিমন্যু কে ফিরতে হয়েছিল তার ঘরে,
ফেরার কোনো নির্দিষ্ট সময় নেইকো এই ভবের মন্দিরে।