- মণি জুয়েল(Moni Jewel)


আর ওই ভাবে তাকিয়ে থেকো না, চন্দ্রা, প্লিস
আর পারছি না আমি, থেমে থাকতে।
আর তর সয়ছে না আমার!
ভেসে যাচ্ছো উত্থাল_তরঙ্গে, ঢেউ তুলে!
আর অকুলে আমি, ঠাঁই'ই নেই কোনো!
ওভাবে তাকিও না
ওভাবে তাকিও না আর শরাবী চোখে!
ভাঁজে ভাঁজে খেলে যাওয়া দ্যুতি'তে


আমাকে আর দিশেহারা রেখো না২


ধাঁধিয়ে যাচ্ছি যেমন পথিক বিদ্যুতে
আমায় কিনারাহীন কোরো না, ডোনা!
হারাইতে দিও না
গুঁজে নাও পলকে বাড়িয়ে ওই দুইবাহু!
অতঃপর বিভোর করো ভাসিয়ে দরিয়ায়!
হারিয়ে দাও অন্তহীন পথে
তোমার সাথে তোমাতে মিশে হারিয়ে
খুঁজে নিতে'ই চাই, আমাকে, আমারই মৃত্যুতে!


××××21.03.2018-ধুলিয়ান-11:55PM××××


*লেখাটির নাম প্রথমে দিয়েছিলাম-' চাঁদ নদী আর পথিক আমি'*