জিতবো আমরাই
- মণি জুয়েল Moni Jewel
আমাকে কিসের ভয় দেখাচ্ছ হে? তুমি জানো না তুমি জানো না
তুমি জানো না
কাকে, কিসের, ভয় দেখাচ্ছো, তুমি?
আমি, তারই অনুগামী, যিনি প্রশংসিত, প্রেমী যিনি।
শত ঘাতেও কি পেয়েছিলো ভয়?
আমাকে কিসের ভয় দেখাচ্ছ হে?তুমি জানো না
তুমি জানো না।
তুমি জানো না-
আমার শিক্ষা, যে শিক্ষা পেয়েছি আমি
কার কাছে?তার কাছে প্রশংসিত যিনি
যিনি প্র শং সা কারী।
জিতবো জিতবো জিতবো আমরাই।
জানি, তুমি জ্বালাবে,
জানি তুমি পুড়াবে।কিন্তু থেমে যাবো?
মিইয়ে যাবো?না না ভুলেও ভেবো না
না হ ভেবো না।
তুমি জানো না,
তুমি জানো না, জানোই... না, তুমি জানো না
শংসিতের সেই সুমহান বিজয়!
আমি, অনুগামী তারই, চির..চির চির..নায়ক যিনি।
বিজয়ীর বেশে ফেরা নিজের দেশে।
তুমি জানো না?
তুমি জানো না। কাকে, কিসের, ভয় দেখাচ্ছো? তুমি, জানো না।
××× 05 . 02 . 2020 - ধুলিয়ান - 09:50 PM ××××
দারুণ পরিবেশনা কবিতার।
শব্দ জালে পা জড়িয়ে যায়
তবু একা একা পথ চলতে চাই
গলা টিপে ধরে একরাশ শূন্যতায়
ভালো থাকতে সব মেনে নিতে হয় ।
রক্তিম শুভেচ্ছা ।
পারবে না কেউ পারবে না প্রাণ কেড়ে নিতে এ সুন্দর বসুধা/ যুগে যুগে কালে কালে প্রমাণিত তা, জেনো করোনা। দারুন। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
অপূর্ব কাব্যিক মূর্ছনা
মন ভরে গেল প্রিয় কবি
শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।★
অনন্য কাব্যপ্রভায় মুগ্ধ হলাম।
শুভ কামনা রইল প্রিয় কবি।
মহানের অনুগামী, তাঁকে মেনে জীবন ধন্য-সফল ,
চির বিজয়ীর বেশে, মনঃস্কামনা পূরণ হোক সকল ।
মানবতার বিচারে সুন্দর কাব্য ।
শুভেচ্ছা জানাই ,ভাল থাকুন সদা ।
দারুণ অভিব্যক্তি!
শুভেচ্ছা অশেষ কবি ।
জীবনের স্বাদ!
অপরূপ...
অসাধার উপস্থাপনা।
হৃদয় যার ঈমানপূর্ণ তাকে কোন ভয়ই স্পর্শ করতে পারে না, ব্যতীত একমাত্র প্রশংসাকারী। এমন মানুষ জীবনের মায়া ছেড়ে দেয় কিন্তু পরাজয় মেনে নেয় না। দারুন ভালো লাগা কবিতায় অভিভূত হলাম প্রিয় কবি, শুভ কামনা রইল।
না জানি না,জানতে চাই, খুব সুন্দর লিখলেন।
ভালো লাগলো।
ঈশ্বর যার সহায় তার আর কিসের ভয় ।
খুব ভালো ! অনন্য ! অনেক শুভেচ্ছা রইলো ।
শুভরাত্রি ।