বই পড়ে যে হয়না মহৎ
সে তো কেবলই পাঠক,
জ্ঞান লভিয়া যে করে না অনুসরণ
সে যে ভন্ড প্রতারক।


কৃষকের হাতের কাস্তে খানি
কু-শিক্ষিতের কলমের চেয়েও দামি,
শত বই পড়া বিদ্বানের কি দাম বলো
যদি দায়িত্বে কর্তব্যে করে ভন্ডামি।


সততা মহত্ব ন্যায় পরায়নতা
যদি না জাগে হৃদয়ে,
কি লাভ বলো লেখাপড়া করে
স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ে।


তাই বলি, বই পড়ো যত পারো
যদি থাকে পণ,
জ্ঞানবান হয়ে করবে তুমি
দেশ ও জাতির কল্যাণ।