তোমার সান্নিধ্য পেয়ে
মনির হোসেন


পরম সৌভাগ্য আমার, তোমার সান্নিধ্য পেয়ে
গুল্মলতায় মায়া জড়ানো, নিশীর শিশিরে মাখা
শুভ্র গন্ধরাজের পাঁপড়িতে লেখা ভালবাসি।


পরম সৌভাগ্য আমার, তোমার সান্নিধ্য পেয়ে
লাল-নীল সুতোঁয় ঝাঝর কাটা শিকাই তুলে রাখা
দুরন্ত পথে স্বপ্ন-নহর, অবিনশ্বর অবিনাশী।


পরম সৌভাগ্য আমার, তোমার সান্নিধ্য পেয়ে
মনের পরতে শিখন্ডি পালকের মতো যত্নে রাখা
কাশবনের তুলোর মতো মায়াবি ভালবাসা।


পরম সৌভাগ্য আমার, তোমার সান্নিধ্য পেয়ে
পড়ন্ত বিকেলের স্নিগ্ধ আলোর আভায়
স্বপ্নাতুর ছিলে, নতুন ভোরে নতুন আশা।


পরম সৌভাগ্য আমার, তোমার সান্নিধ্য পেয়ে
জীবনের অর্থবহতা, নির্ভরতা কিংবা পারষ্পারিকতা
বৃষ্টিস্নাত শালিকযুগলের মতোই ছিল প্রেমময়।


পরম সৌভাগ্য আমার, তোমার সান্নিধ্য পেয়ে
শিখেছি অপ্রাপ্তিকে বিনে সুতোঁর মালায় জড়াতে
এটাই তো ভালবাসা, যার না গুছে পরিনয়।


তিলপাপাড়া, খিলগাঁও, ঢাকা।
২১/১২/২০২২ খ্রি.