হাত বাড়াব তবু
মনির হোসেন


পথের পানে আপনমনে আশায় আশায় থাকি,
বিজন বনে পাখির সনে পাখির ডাকাডাকি।
            জলবয়ে যায় জলের মতো
            খুঁজ করে না সময় কতো
শুধুই ত্বরা দিশেহারা মিশবে সাগরজলে
সাজাই ঢালা পুষ্পমালা প্রিয়া আসবে বলে।


পথের বাঁকে গাছের শাখে পাতায় পাতায় সুর,
ইচ্ছে হলে বাদল জলে খুলবে মনের দ্বোর।
             জলকালিতে আঁকি ছবি
             ডুব দিয়ে যায় সোনার রবি
আষাঢ় বারি দিচ্ছে আড়ি হার মানাবে আজ,
সে জানেনা ত্যাজিমনা প্রেমিক মনের ঝাঝ্।


শিউলি তলে শিশির জলে গলায় গলায় প্রীতি,
হারানো দিন ছিল রঙিন ডাক্ দিয়ে স্মৃতি।
             আজ না হয় সব যেও ভুলে
             বাদল দিনে দিও খুলে
ভয় করো না আপনজনা ভুলতে পারে কভু,
সে সময়ে আপন হয়ে হাত বাড়াব তবু।


কিবরিয়া লজ, ২/১০ কিউ, টোলারবাগ, মিরপুর-১, ঢাকা-১২১৬।
তারিখ : ২০-১২-২০১০ খ্রি।