নয়া রূপবান
মনির হোসেন


দেশের মানুষ দেশের তরে
সর্পবিদ্যা শিখছে,
আপন ঘরের বুদ্ধিজীবী
তৈলনামা লিখছে।


নীতি কিংবা নৈতিকতা
শিকায় তুলে রাখ,
সাদাকালো দেখতে মানা
চক্ষু দু’খান ঢাক।


সাম্য কিংবা অসাম্য গান
যতই থাকুক মনে,
ভাসিয়ে দাও মনের জ্বালা
উন্নয়নের বানে।


এমন দেশেই থাকতে হবে
ও গাইতে হবে গান,
অনিচ্ছাতেও দেখতে হবে
এ নয়া রূপবান।


গৌরীপুর, ময়মনসিংহ
২৩.০৫.২০২০