মন থাকে না ঘরে
মনির হোসেন


সুখের বাটিতে চুমুক দিয়েছ মুকুট পড়েছ শিরে;
রাগিনীর কী করুণ সুর বাজে এই আমাকেই ঘিরে!
অশরীর ছায়া ফেলে ঘুঘু ডাকে নিত্য গভীর রাতে;
শ্রাবণের বারিধারা ঝরে আমার দুই আঁখিপাতে।
শরতের রাতে চাঁদনী আলোয় বেশি বেশি মনে পড়ে;
আজ অবেলায় বারবার হায় মন যে থাকে না ঘরে।


সাপ্তাহিক 'আলোর মেলা' পত্রিকা অফিস
পুরানথানা, কিশোরগঞ্জ
০৮/০৫/২০০৫ ইং