তোমার চোখেই সূর্যোদয় হয় প্রতিদিন।
সেই সূর্যোদয় দেখার আশায়
আমি অঘ্রানের ভোরবেলা হই।


চোখের পাতায় দুফোঁটা শিশির হয়ে
জেগে থাকি রাতভর।
নির্মল চোখের সোনারোদ
আলপনা হয় শিশিরের চোখে।


কিশলয় ভিজে গেলে তোমার চোখ রঙিন হয়,
মহাকাশের তাবৎ সূর্য যেনো পদ্ম হয়ে ফোটে।


তোমার চোখের সেই সূর্যে নিজেকে রাঙাবো বলে
আমি প্রতিদিনই কাঞ্চনজঙ্ঘা হই!