=
খাঁন-সাহেব লুঙ্গি পরা !
কার জন্যে যেনো- বিড়ি আনতে যাচ্ছেন !  
যিনি চার-হাজার কোটি টাকা'র মালিক ৷
আশ্চর্য-না ?


শৈশবে'র বন্ধু-টা মরে গিয়ে,
ফিরে এসে রাজনীতি করে !
খাঁন সাহেব-কে তার- চামচে হতে, দেখা যায় !
অ-বিশ্বাস্ব-না ?


ঝাল-মুরি'র দোকানে দাঁড়াতে'ই
দুই অ-চেনা নারী'র এক-জন এসে,
হাত-টা টেনে নিয়ে, ভালোবাসা'র ফুল গুঁজে দেয় !  
আজগুবি-না ?


ঘুম ভেঙ্গে গেলে, সব মিথ্যে বোলে- পরিগণিত হয় ৷
স্বপ্ন-না ?


আচমকা-টা শুধু- শেষ-দাগে,
সত্যি'র গা- ধরে, শুয়ে রয়- কিছু সময় ৷৷
=


ম. প্র. (৩০-০৪-২০২১)
=