আজব দেশে আজব রাজা
    আজব তার আইন,
বললে কথা মুন্ডু ব্যথা
    অমনি ধরে ফাইন  !
নিজের ঢোলে যায়সে বলে
    হোক না যতই ভুল,
রাগের তালে চোখ কপালে
    টানছে মাথার চুল  !  
বাঙ্গি বনে শিয়াল রাজা
    নষ্ট জলের মশা,
খট্ খটাখট  জমি জুড়ে
    যায়না লাঙল চষা ।
রাজা মশাই নিজে কসাই
    আপন বেলায় ঠিক,  
মুখ লুকিয়ে যায় শুনিয়ে
    ধিক জনতার ধিক ।      -