জীবিত বলা মিথ্যে,
আজব সত্য হল,মরণটাকেই ঠেকাতে জীবনের ঢাল।
আজ নতুন চালে সব জীবিতরা মজা নেয়-
বলে এইতো ভাল আছি অথবা চলছে ভালোই।
মনের সাথে কত বোঝাপড়া,
বুঝতে দিবোনা কষ্ট আমার;
আমি ভাল আছি,এটুকু বলাতেই জীবন পার!!
কতটুকু লুকাতে পারো,কতটুকু বর্ষাকে গ্রীষ্ম বানাও
আরে বোকা,অন্যরাও তো বুঝে,
জীবনযুদ্ধ তো ভাল থাকার নয়, শুধু টিকে থাকা,
সহজের থেকে ও যে সবকিছু বাঁকা।


শেষে,সবকিছুই ফাঁপার থেকেও ফাঁকা,
তারপরেও চলছে,চলে যাবে, জীবনের চাকা।