আমার হৃদয় এখন ঝড়ে বিধ্বস্ত কোন জনপদ
কোনো কিছুই যেন ভাবতে পারিনা আমি ;
যেন মৃত কোন পশুর লাশ, শেয়াল শকুনে খুবলে খাচ্ছে।
অনুভূতিহীন নিঃস্তেজ শরীরের ব্যাকটেরিয়া ধরা মাংস,
কোন প্রতিবাদ জানেনা- জানেনা কোন প্রতিকার।
সুন্দর চিন্তাগুলি নিরস পাথরের মত স্থবির।
কারণ আমি সম্পূর্ণ অবগত -
সভ্যতার নামে চলছে অসভ্যের খেলা।
এখানে এখন দানবের রাজত্ব,
ওরা অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে -
গড়ে তোলে ভোগে বিলাসের  ইমারত।
প্রতিবাদ করবে?
মাথার খুলি পড়ে থাকবে যত্রতত্র।
বিচার চাইবে?
বিচারের বাণী নীরবে কাঁদবে নীরবে চাপা পড়া  ফ্যাকাশে ঘাসের মত।
তোমার আদরের ভগ্নি হবে ওদের কামনার উপকরণ,
প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেবে পুরাতন পোশাকের মতো।
তারপর ঠিকানা হবে কোন এক পতিতা পল্লীতে,।
কিন্তু কতদিন চলবে অসভ্য খেলা?
দেয়ালে পিঠ ঠেকে গেলে সবাই যেদিন জেগে উঠবো
অন্যের ঘাম ঝরানো অর্থে গড়া ইমারতে -
যেদিন ভূমিকম্পের সৃষ্টি করবো,
সেদিন কোথায় পালাবে বলো
তা হয়তো তোমরা জানো না।
    ***