তমসার রজনী কাটেনি আজো  
হয়নি যে তার ভোর -
সূর্যের আভা যায়নিতো দেখা
কি বলি তার খবর।
....
কত যে সময় কেটে গেল মোর
চেয়ে রই পথ  পানে
হয়ত তাহার  নেই প্রয়োজন
বুঝিব কি তার মানে।
....
গ্রীষ্ম কাটিল বুকফাটা তৃষ্ণায়
কোথা জল এক রতি
পৃথিবীর পথে ঘুরেছি অনেক
হয়নি যে কোন গতি।
...
বর্ষায় ঝরেছে অবিরাম বারি
শুধু মোর আঁখি পাতে
ঝড়ে ভেঙ্গে গেছে সাধের কুঁড়ে
খাদ্য জোটেনিত পাতে।
....
শরতের আকাশে নীল খুঁজেছি
ধূসর মেঘের দলে
চেতনার আকাশে শূণ্য মিলেছে
সবই গেছেগো  জলে।
....
আমনের গন্ধে কেটেছে হেমন্ত
নবান্ন উৎসব জাগে
সুখের রজনী কাটিবে কেমনে
কষ্টরাই শুধু ভাগে।
....
শীতের নীশিতে অতিথি পাখির
শুধুই যে উড়া উড়ি
আমার রজনী কাটিয়া উঠিয়া
নাহিকো  সুখের ঘুড়ি।
....
বসন্ত আসিবে কোকিল ডাকিবে
কাননে ফুটিবে ফুল
আমার বাগানে শুধুই আঁধার
জীবনের সব ভুল।
     ****