আজকাল আমায় ধ্রুবতারায় বিলিয়ে দিতে ইচ্ছে।
কখনও শুরু করতে ইচ্ছে  মরিচিকার মুখ থেকে।
আজকাল আমার মহাশূন্যে  মিলিয়ে যেতে ইচ্ছে।
কখনও শূন্য করতে ইচ্ছে জীবন, গোলার্ধ থেকে।


দাগ তারা করে বেড়ানো সময় দিগন্ত অবধি।
লাল, আরও গাঢ় লাল, খয়েরী হয়ে কালো।
কালের ভাবনা নষ্ট হয়ে- আজ।
বিবর্নতা বিকিরনে বর্ননাতীত বাজিমাত।


ভীষণ, ভীষন সিক্ততায় কখনো তিক্ত, কখনো বিরক্ত।
মিলে যাওয়া, মানিয়ে নেয় নয় সর্বজনিন সত্য।
আকার হীনতা, রং শূন্যতা।
জীবন যে জলের মত।
সে জলে ঢুবেই চলে জীবন অবিরত।
বিত্ত, বৈভব আর অহামিকা.?
সুখটা ছিল, সেটাই মনের চলন্তিকা।
অর্থ-বিত্তে ভেজেনি যে মন।
শ্রদ্ধা-প্রেমের দাবি ছাড়বে কি আপন।
প্রস্থানে যদি থাকে ভালবাসা-সন্মান।
প্রাপ্তি কি আর বড় এরচেয়ে নির্ধারণ।
শেষ বাসরে নেবে কি আর বলো.!
খালি হাতটা বুকেই বয়ে গেল।
দেখবে না কেউ জানবে না কেউ,
আপন পুরানে আপন ঠাহরের ঢেউ।


হয়ত তাই-
আমি আজকাল অশ্বত্থ জীবনের প্রতিক্ষায়।
ছায়া হবে, সাথী হবে, হাওয়া হবে, সুর হবে।
সিক্ত হবে তবে ভালবাসায় রিক্ত হবে।
যতটা দৃশ্যমান তার চেয়ে কঠোর কান্ড হবে।
মাঝে মাঝে পাখির জীবন আকাঙ্ক্ষায়।
উড়ে বেড়াবে, ঘুড়ে বাড়াবে, হাওয়ায় ভেসে ছুটে বেড়াবে।
আপন পাখায় ভর না হারাবে।
সে জীবন ছন্দ যদি পায়।
কালাচে দাগের মুক্তি অবলিলায়।



নভেম্বর,২০১৯