প্রতিটা আমার ভেতর একটা ভবঘুরে  বাঁচে।
প্রতিটা আমার ভেতর একটা পাখি ডাকে।
উড়ে বেড়াতে, ঘুরে বেড়াতে,
ডালে ডালে ছুটে বেড়াতে,
নদীর জলে ভেসে বেড়াতে,
বৃষ্টি ছটায় চায় মনটা হারাতে।
প্রতিটা আমি এক সময় ভুলে যায় একান্ত আমি কে।
প্রতিটা আমার বলা হয়ে ওঠে না আমার গল্প তাকে।


চাল ডাল তেল নুন আর বাজার সদাই।
প্রতিদিনকার দ্রোহ নিজের রাজ্য ছাটাই।
জীবন বৈপরীত্য আর আলো আঁধারী।
সরল অংক মিলছে না তাই বিশ্লেষণ বাহারী।
বাস্তবতা যৌক্তিকতা আর অজান্তে প্রতিজ্ঞা।
সংবেদনশীল কোমলপ্রাণটা বেজায় ক্ষিপ্রতা।


যাপিত জীবন, দিন রাত্রি আর গন্তব্যে।
অভিমানটুকু উচ্ছাসে ঢাকা, ঠুনকো সফলতার কাব্যে।
অপরিচিত অচেনা আর অদৃশ্য শেকলে বাধা।
পরিব্রাজক বিষাদ জ্যোৎস্না সে কার দেখা।
খোলা আকাশ, নক্ষত্র আর নিষেধের গন্ডি।
স্রেতের টানে বন্ধি হয় সকল উড়নচণ্ডী।


অতি আগ্রহে জমে থাকা সেই গল্পের ক্যানভাস।
ধুলোর পরোতে লুকিয়ে বেঁচে থাকা অভ্যাস।
ছুটে চলা বাস্তবতার নিছক বিভ্রমে।
মানিয়ে চলা বুঝি বেঁচে থাকার মানে।


★ আগষ্ট, ২০২০