প্রত্যদিস্ট প্রদর্শিত আনুগত্য বিশ্বাস।
মানুষের তরে মানবতার সুসংহত আশ্বাস।


পানির তারল্য আগুনের তাপ;
মানুষ থাকবে দূরে মহাপাপ;
মনুষ্যত্বের জয় মানবিকতার ধাপে;
পাপের মুক্তি মনের সন্তাপে।


ধর্ম যার যার রাষ্ট্র সবার।
সম্প্রীতির বাঁধন মানব সভ্যতার।
অবস্থা আর গুণ ধর্ম আমার।
ভিন্ন মতাবলম্বি বৃথা হাহাকার।


একেশ্বরবাদ, বহুশ্বেরবাদ কিংবা অদ্বৈতবাদ।
বিশ্বাসে খন্ডিত মতভাবে ভাগ।
পুরানের বাণী সেতো মানবতাবাদ।
হিংসা, বিদ্বেষ অধর্ম বেদাত।


মৃত্যুবাদে শেষ বিচারে অনিমেষ।
পুনঃজন্ম সেও বিচারেই নিঃশেষ।
মৃত্যু সাজে যদিও হয় পরিণতি শেষ।
মাটি বায়ু জলে মিশতে হবে নির্বিশেষ।


ধর্মের জোড়ে জন্ম হয়না
জন্মের পরে ধর্ম সাধনা।
মৃত্যু সত্য চরম বেদনা
কোথায় থাকবে দেনা পাওনা।


তবুও,
ক্রুস, পৈতা আর তজবি
হয় না যে কেন কোন সন্ধি।


আগস্ট, ২০১৮