না।
সিমানা পেরিয়ে হাতরাতে চাই না।
চাই না অসম শক্তির যুদ্ধ।
ধর্ম আমার মানবতায় সেরা।
সাইজি  দেখেছে যত স্বপ্ন।


সময় ফুরিয়ে সাধন জনা।
ধর্মেও আছে যে তার মানা।
আত্মসাধনার পূন্য সাধন।
ধর্ম কি করে করে বারন।


লালন বলে,
সময় গেলে সাধন হবে না।


আপনাকে চিনেছে যে জন।
মোকাম তো তারই আপন।
মোকামের সন্ধানী যেই জন,
উজ্জল তার ত্রিভুবন।
সন্নিকটে বহু রূপের মেলা।
বুঝ বুঝে ভাসবে ভেলা।
ধ্যান জ্ঞানে আপনাকে জানা।
স্রস্টা আর সৃস্টির নাড়া টানা।


লালন বলে,
আপনারে আপন চিনেছে যে জন,
দেখতে পাবে সেই রূপেরই কিরণ।।


বীজের সত্তায় মানুষ লালন।
মানুষ সত্তায় মনের আবরন।
শেষ বিকেলে অচিনপাখি।
ফিরতে হবে মনটা সাথি।


লালন বলে,
মানুষ ভজলে সোনার মানুষ হবি।


লালন তুমি আদম ছবি।
তুমি অনন্তরূপ ধারণ কবি।
সবার উপরে মানুষ সত্য।
শিখেছে মানুষ চরম কথ্য।
ধর্ম বর্ন সাদা কালো।
মানুষ আমি মনের আলো।
মনের মানুষ থাকবে মনে।
হিংসা বিদ্বেস সংশয় ভুলে।
আপন ভুবনে নির্ভাবনায়।
সর্ব ধর্মের মূল ভাবনায়।


লালন বলে,
জাতের কি রূপ,
দেখলাম না এই নজরে।।


সাইজি তুমি মনের রাজা,
মনটাই সান্নিধ্যে রে।


ফাল্গুন-চৈত্র দোলপূর্ণিমায়।
সাধক জনার ধ্যান ধারনায়।
সাইজি তোমার একতারাটা।
বেজে উঠুক মানব চেতনায়।


                   মে, ২০১৮