লাল সালাম মিশে গেছে
ষাড় ভাল্লুকের সাথে।
নিম্নগতি উর্দ্ধগতি
লাল সবুজে চোখে।


উৎপাদন, নির্মাণ,
বাম্পার ফলন আর রেমিট্যান্স।
দ্রুত বর্ধনশীল অর্থনীতি
বিশ্ব শক্তিতে পারফর্মেন্স।
অনাহারী নারী শ্রমিক।
রোদে জ্বলে নির্মাণ শ্রমিক দীর্ঘ নিঃশ্বাসী।
নায্য মূল্যের হতাশায় কৃষক।
অর্ধাহারে মাটির টানে প্রবাসী।
মানুষ উর্দ্ধে অশরীরী নীতি।
মানবতার সর্বনাশী।


শিল্প আর সংস্কৃতি
ব্যক্তিগত ক্লাবের কৃষ্টি।
রাজার ছিল বাইজী
এযুগে কাঁদো তুমি সাঁইজি।


বিলেতী সুগন্ধিতে
ঘামের গন্ধ ঢাকা।
বহুজাতিক কোম্পানি
কর্পোরেট কালচার আঁকা।
বিকে দেয়া মস্তিস্কে
বসবাসে অবিবেচক।
সুযোগ সন্ধানীদের
আজ মেরুদন্ডে ঘূর্নিপাক।
দেবতার দৌরাত্বে
ভাগ বসিয়ে নব্য ভগবান।
হিংসা বিদ্বেষ আর লুটের
মায়ার ডানা আত্নসম্মান।


ক্ষমতার গর্জন
ঈশ্বরের মনে দানা।
কোনো দিবসে মিটে না
শ্রমিকের ঘামের দেনা।
বেঁচে থাকার বাস্তবতায়
যাদের সকাল সন্ধ্যা লড়াই।
মে দিবসে কি আসে যায়
তোমার কিসের বড়াই.!


★০১.০৫.২০১৯