ইউরোপীয় রেনেসাঁর, প্রসারিত মানবমনের পরিসর।
বিশ্বমন উজ্জীবিত, চেতনা বিশ্বমানবতার
আলোকিত মানুষ প্রজন্ম থেকে প্রজন্মে আবির্ভূত।
বহুমুখী সৃষ্টিশীলতায় নির্বাসনের স্বপ্নে কুসংস্কার
চিন্তায় আর কর্মের মন্ত্রে পরমার্থের সাধনা
বিশ্বমুখীতার বীজ বপিত হবে সংস্কৃতি জ্ঞানে।


প্রযুক্তি আর প্রবৃদ্ধির অগ্রসরমান কাল
অগ্রসরমান আগ্রাসন
পোষাকি সভ্যতা, পুঁজি নির্ভর যোগ্যতা
উন্নতির মাত্রা স্বাচ্ছন্দ্যের সীমায় নির্ধারিত।
মন মগজ মননশীলতা মানবিকতা ¤øান
ভোগ আর বিলাসের রাজতন্ত্রের কারাগারে সংস্কৃতির বলয়।
হেরেমখানার সুখে আবিষ্ট শুদ্ধ শিল্প চর্চা
তাওয়ায়েবের রঙ্গিন চোখে তবলজির দুঃখ ফোটে না।
ভোগ আর স্বার্থ পূরনের নিঃসংকোচে নির্ভাবনায় গ্রাসী।
বনে বাদারে, পথে প্রান্তরে নির্বাসিত নির্লোভ সংস্কৃতির শিল্পী
আধুনিক মঞ্চে ছেঁড়া-খোড়া সেটে দৈন্য শিল্পগোষ্ঠী


প্রকৃতির পরম রহস্যের উপস্থাপন বিঘিœত
জীবন মাধুরীর অপরূপ শিল্পকর্ম থমকে শিল্পী
পরি¯্রাবিত নাৎসি বিষ চিন্তায় অনুপ্রবেশ
বিশ্বাসের বিজয় চুরি হয় যায় নিরুত্তাপে।


সাংস্কৃতিক সংকট সভ্যতার অস্তিত্বের দীর্ঘশ্বাস
সংস্কৃতি হাতিয়ার
হাতিয়ার ছিন্ন ভিন্ন অপশক্তির গ্রাসে
বিচ্ছিন্ন টুকরোতে ক্ষত বিক্ষত শিল্প।
শিল্পের দৈন্যতা শিল্পীর বিলিন হয়ে যাওয়া
শিল্পীর আত্মত্যাগ শিল্পের ভালোবাসা।
সুযোগ সন্ধানী স্বার্থপর শক্তির সৌভাগ্যের জিতে যাওয়া।


শিল্পী হারিয়ে যায় শিল্প জেগে থাকার নিমিত্তে
শিল্পী ফুরালে শিল্প জেগে থাকে নামে মাত্র।


অক্টোবর, ২০১৮