আমি দেশ,  আমি এক অসহায় দেশ, আমি বাংলাদেশ।
আজ দিশেহারা আহত আর ক্ষত-বিক্ষত হরিণ শাবকের মতো,
রক্তখেকো কিছু লোভী আর হায়নারা
আমার শেষ স্পন্দনটাকেও  খাবে।
ক্ষমতার খল খেলার বলি হলাম আমি-
আর আমার বংশধরেরা।
আমার অসহায়ত্ব আজ তাদের চরম আনন্দের নিঃশ্বাস,
প্রশ্বাসে রাহুগ্রাসের হুংকার আর তান্ডব।
বাঁচার আশা খুব ক্ষীণ !
জীবন প্রদিপ থামবে কোন এক ক্ষণে
যখন থাকবে না আর কিছু করার কল্যাণের।