সাঁজ


ঝিঙে ফুল
দিচ্ছে দুল,
সাঁজ সন্ধ্যা বেলা।
প্রজাপতি
সন্ধ্যামতি,
করছে কত খেলা।


হলদে ফলে
পরছে দুলে,
খাচ্ছে ফুলের মধু।
ফুল সবে
নিরবে,
চেয়ে আছে শুধু।