আমাকেও ভালোবাসা যেত
কেউ চাইলেই অনায়াসে ভালোবাসতে পারত
আমারও একটি কমল মন ছিল
নামী-দামী রেস্তোরাঁয় খাওয়াতে না-পারলেও
খোলা মাঠে সবুজ ঘাসে বসে বাদাম খেতাম।


আমাকেও ভালোবাসা যেত
কেউ চাইলেই বন্ধু ভেবে হাত বাড়াতে পারত
সুইমিংপুলে সাঁতার কাটতে নিয়ে যেতে না-পারলেও
দুজনে মিলে বৃষ্টিতে ভিজে উল্লাস করতে পারতাম
দামী গাড়িতে চড়াতে না-পারলেও
পড়ন্ত বিকেলে রিকশায় চেপে এ শহর ঘুরতাম।


আমাকেও ভালোবাসা যেত
আমারও একটি কমল মন ছিল
দামী কফি খাওয়াতে না-পারলেও
টং দোকানে বসে দুজনে রঙ চা খেতে পারতাম।
দামী পোশাক ও গহনা উপহার দিতে না-পারলেও
একগুচ্ছ কাচের চুরি, নীল-লাল শাড়ি
অথবা খোঁচায় ফুল গুঁজে দিতে পারতাম।  


আমাকেও ভালোবাসা যেত
আমারও একটি কমল মন ছিল।