ফিরবো না
কখন ফিরবো না আর


জলোচ্ছ্বাসে বিধ্বস্ত নগর
এক সমুদ্র নোনাজল
তোমাকে দিয়ে গেলাম


কংক্রিটের দেয়ালে চাপা পড়া
স্বপ্ন ও বিশ্বাসের সজীব চারা
তোমাকে দিয়ে গেলাম


তোমার চাওয়া পাওয়া
সবকিছু পিষে দিয়ে
এক বুক দমকা হতাশা
তোমাকে দিয়ে গেলাম


তোমার ক্যাম্পাস জুড়ে
যন্ত্রণার নীল রং এঁকে
নিঃসঙ্গ মহানগর
বিশাল আকাশ
নদী জল পাখি ঝর্ণা
তোমাকে দিয়ে গেলাম


ফিরবো না আর
কখন ফিরবো না