ধরণীতে জন্ম নিয়ে এ মানব কুলে
অকর্মণ্য হলো কেন তোর বোধ শক্তি?
জ্ঞানী হতে সত্য খোঁজ দিয়ে শ্রেষ্ঠ ভক্তি
শুদ্ধ কথার বশেই সত্য আনো তুলে।


জ্ঞান বিপদে প্রহরী,ঢাল,বর্ম তুল্য
প্রজ্ঞা অসি হয়ে করে শত্রুকে বিনাশ
অন্যের ভয়ে যেন না হয় বুদ্ধিনাশ
সর্ব দশায় জানাও সু জ্ঞানের মূল্য।


বোধ শক্তি দূর করে মনের বিভ্রান্তি,
মন্দ হতে ভালোত্বে ও আনে প্রশান্তি।


উত্তম জীবন গড় করে জ্ঞানার্জন
সত্য অন্বেষণ করো জ্ঞানচক্ষু খুলে
অন্যের কথা গুরুত্ব দাও সর্বজন
মানব জীবন ধন্য হবে প্রজ্ঞা মূলে।